Saturday, February 8Welcome khabarica24 Online

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মীরসরাই প্রেসক্লাবের মানববন্ধন

Manabbandan pic-01

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামে মীরসরাই উপজেলার মীরসরাই প্রেসক্লাবের উদ্দ্যেগে সাংবাদিক রিয়াজ চত্ত্বরে বৃহস্পতিবার (৯ ফ্রেবুয়ারী) বিকাল ৫টায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে মীরসরাই প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক রাজিব মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াছ রিপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউছুপ, প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক নিজামী, বাংলাদেশ প্রতিদিনের দুবাই প্রতিনিধি কামরুল হাসান জনি, দৈনিক সমকাল পত্রিকার মীরসরাই প্রতিনিধি বিপুল দাশ, সীতাকুন্ড প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল খায়ের, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান সাইফ উদ্দিন, প্রচেষ্টা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রাজিব পাল এই সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল হক, শরীফ উদ্দিন শিবলু, সাহাব উদ্দিন, মামুন নজরুল, শাহ্ এমরান চৌধুরী, মীর হোসেন, এম.ইমাম হোসেন, রেজা তানভির, সানোয়ার রণি, তৈাহিদুল ইসলাম, মেহেদী হাসান, সোহেল মীরজাদা প্রমুখ।
বক্তারা অবিলম্বে শাহজাদ পুরের পৌর মেয়র মিরুসহ খুনিদের দৃষ্টান্ত শাস্তি দাবি করেন এবং সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান।