নিজস্ব প্রতিনিধি :
দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সাঙ্গু পত্রিকার সাবেক মীসরাই প্রতিনিধি প্রয়াত সাংবাদিক ফখরুল ইসলাম রিয়াজের ৪র্থ মৃত্যু পালিত হয়েছে। আঞ্চলিক প্রকাশনা নব জাগরণ পত্রিকার উদ্যোগে সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় স্বরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নব জাগরণ পত্রিকার সম্পাদক সাংবাদিক ইলিয়াছ রিপনের পরিচালনায় স্মৃতিচারণে অংশ নেন মীরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, সচেতন নাগরিক সমাজের আহবায়ক নাট্যকার মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম, বারইয়ারহাট ডিগ্রী কলেজের অধ্যাপক বোরহান উদ্দিন, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম, মীরসরাই এস এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল হক, মীরসরাই থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম পিপিএম, মীরসরাই উপজেলা স্কাউটস্র সাধারণ সম্পাদক দিদারুল আলম, চিনকির আস্তানা জামে মসজিদের খতিব হাফেজ মোঃ দেলোয়ার হোসেন, মীরসরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী, দৈনিক সাঙ্গু প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, নব জাগরণ পত্রিকার প্রতিনিধি রাশেদ খান ইমন, সয়ন নাথ প্রমুখ।
স্মৃতিচারণ শেষে সাংবাদিক রিয়াজের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ নুরুন নবী ফারুকী।
প্রসঙ্গত : পেশাগত কাজে ফেরার পথে ২০১২ সালের ১৫ আগষ্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি সাংবাদিক ফখরুল ইসলাম রিয়াজ মৃত্যুবরণ করেন।