Sunday, February 16Welcome khabarica24 Online

সাংবাদিক মামুন নজরুলের আগমনে ফুলেল অভিষেক

333নিজস্ব প্রতিনিধি :: পাক্ষিক খবরিকার সাবেক সহ সম্পাদক ও বর্তমানে অন্যতম মধ্যপ্রাচ্য প্রতিনিধি ওমান প্রবাসী মামুন নজরুল গত মঙ্গলবার দেশে প্রত্যাবর্তন করেছেন। মামুন নজরুল এর স্বদেশে আসা উপলক্ষে এক ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠান বুধবার ( ২১ ডিসেম্বর) খবরিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন খবরিকার উপদেষ্টা রণজিত ধর, উপ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, নির্বাহী সম্পাদক রাজীব মজুমদার, সহ সম্পাদক শরীফ উদ্দিন শিবলু, বার্তা সম্পাদক ইমাম হোসাইন, সহ বার্তা তৌহিদুল ইসলাম ও নিজস্ব প্রতিবেদক সাহাব উদ্দিন । উপস্থিত সকলে মামুন নজরুলের শুভাগমনে ফুলেল শুভেচ্ছা জানায় মামুন নজরুলকে।