Saturday, February 8Welcome khabarica24 Online

সাংবাদিক তনয়া নিহার শুভ জন্মদিন পালন

প্রেস বিজ্ঞপ্তি ঃ
সাংবাদিক কন্যা তাছপিয়া বিনতে নাছির নিহা’র (৭ম) শুভ জন্মদিন পালন করা হয়েছে। ঘরোয়া পরিবেশে সোমবার ১৩ নভেম্বর সন্ধ্যায় নিকট আত্মীয়দের নিয়ে নিজ বাড়ীতে উক্ত জন্মদিন পালন করা হয়। এসময় নিহার সহপাঠি, আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। নিহার পিতা-মাতা তার উজ্জল ভবিষ্যত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। নিহা বর্তমানে স্থানীয় জোরারগঞ্জ মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদরাসায় ইবতেদায়ী ১ম শ্রেণিতে অধ্যয়নরত। তার পিতা নাছির উদ্দিন ও মাতা হালিমা আক্তার উক্ত প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। এছাড়াও তার পিতা মিরসরাই থেকে প্রকাশিত পাক্ষিক খবরিকা ও মিরসরাই জার্নালের সহ-সম্পাদক, জাতীয় পত্রিকা দৈনিক মানবকণ্ঠ এবং জাতীয় অনলাইন ডোনেট বাংলাদেশ ও বাংলাদেশ জার্নাল ও ডেইলি বাংলাদেশ এর মিরসরাই প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।