Monday, February 10Welcome khabarica24 Online

সাংবাদিকতায় সম্মাননা পেলেন মাহবুব পলাশ ও রাজিব মজুমদার; অভিনন্দন

Polash and Rajib

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি ১৪নং হাইতকান্দি ইউনিয়নের শ্রীশ্রী সার্বজনীন বাসন্তী পুজা উদ্যাপন অনুষ্ঠিত হয়েছে। এসময় উদ্যাপন পরিষদ কর্তৃক (মীরসরাই) সংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মীরসরাই থেকে খবরিকা সম্পাদক, দৈনিক আজাদী ও দৈনিক যুগান্তরের মীরসরাই প্রতিনিধি এবং মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুব পলাশ এবং মাসিক দুর্বার সম্পাদক, দৈনিক মানজমিন ও দৈনিক জনকন্ঠের মীরসরাই প্রতিনিধি এবং মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজিব মজুমদারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান পরবর্তী সময়ে উদ্যাপন পরিষদের যুগ্ন আহবায়ক হারাধন চক্রবর্তী আজ ৭ মে খবরিকা অফিসে এসে তাদের হাতে এই সম্মাননা ক্রেষ্ট তুলেদেন। তাঁদের এই অর্জনে মীরসরাই সাংবাদিক ইউনিয়ন, পাক্ষিক খবরিকা পরিবার, মাসিক দুর্বার, যুগান্তর স্বজন সমাবেশ, দৈনিক মানবকণ্ঠ সেতুবন্ধন মীরসরাই উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।