শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সহিংসতা কঠোর হস্তে দমন করুন, আমরা আপনার সঙ্গে আছি : রওশন

image_177736.roushan ershad
সহিংসতা কঠোর হস্তে দমন করুন, বিরোধী দল হিসেবে আমরা আপনার সঙ্গে আছি’ বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানন্ত্রীকে উদ্দেশ্য করে এসব কথা বলেন। তিনি বলেন, সব ধরনের সহিংসতা কঠোর হস্তে দমন করুন, বিরোধী দল হিসেবে আমরা আপনার সঙ্গে আছি।রওশন এরশাদ বলেন, আমরা সংসদের বিরোধী দল। আমরা কখনও সংসদ বর্জন করি না। দাবি আদায়ের অন্যতম হাতিয়ার হিসেবে হরতাল-অবরোধ স্বীকৃত হলেও আজকাল এটা দুর্ভোগ এবং আতঙ্কের বিষয় হিসেবে দাঁড়িয়েছে। এসব মেনে নেওয়া যায় না।বিরোধীদলীয় নেতা বলেন, উত্তরবঙ্গে যেভাবে ৩ জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে তা মানবতার পরিচয় নয়। বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, ট্রেনের লাইন উপড়ে ফেলা নিরীহ মানুষকে প্রতিপক্ষ করার শামিল। মানুষের জন্য রাজনীতি করার কথা বলে তাদেরকে প্রতিপক্ষ বানানো যায় না। এতগুলো মানুষের জীবনে ক্ষতি হলো এই দায়দায়িত্ব কার? কে নেবে?রওশন এরশাদ বলেন, অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকেও মারতে দ্বিধা করছে না। বিশ্ব ইজতেমাতেও মুসল্লিদের শান্তি দেয়নি। এটা প্রকৃত মুসলমানের মানুষের কাজ নয়। দিনমজুররা আয় করতে পারছেন না। ব্যবসায় মন্দা, গার্মেন্টস অচল হয়ে পড়ছে।এই পরিস্থিতি কঠিন হস্তে দমন করতে হবে। সবাই মিলে পাড়ায় মহল্লায়, প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন রওশন এরশাদ।