পাকিস্তান সরকারের প্রতিনিধি দল ও তালেবান প্রতিনিধিদের মধ্যে প্রথ দফায় আলোচনা শুরু হয়েছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সাত বছরব্যাপী সহিংস কার্যক্রমের ইতি টানতেই সরকার এগিয়ে এসেছে বলে জানিয়েছে দ্য ডন। রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এ আলোচনায় তালেবানদের পাঁচটি শর্ত বেঁধে দিয়েছে সরকার পক্ষ। সরকারের দেওয়া শর্তগুলো নিয়ে নেতাদের সাথে আলোচনার জন্য দেশের উত্তর পশ্চিমাঞ্চলে যেতে রাজি হয়েছে তালেবানের মধ্যস্থতাকারীরা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই পক্ষই খুব আন্তরিক পরিবেশে মিলিত হয়েছিলেন। সরকারি প্রতিনিধিরা দাবি জানিয়েছে আলোচনা যেহেতু শুরু হয়েছে তাই সবধরণের সহিংস কার্যক্রম বন্ধ রাখতে হবে। সরকারি দলের পক্ষে নেতৃত্ব দিচ্ছে প্রবীণ ইরফান সিদ্দিকি। এছাড়া দলে রয়েছে সাবেক রাষ্ট্রদূত এবং গোয়েন্দা সংস্থা আইএসআই এর অবসরপ্রাপ্ত এক মেজর। অন্যদিকে, তিনসদস্যের টিটিপি দলে আছে তালেবানের জনক বলে পরিচিত মৌলানা সামি উল হক, ইসলামাবাদের লাল মসজিদের প্রধান ধর্মগুরু এবং জামাত-ই-ইসলামীর একজন সদস্য। ২০০৭ সাল থেকে টিটিপি তাদের কার্যক্রম শুরু করে। তাদের সহিংস কর্মকাণ্ডে এখন পর্যন্ত নিহত হয়েছেন হাজারো লোক। এ বছরের জানুয়ারিতেই কেবল নিহত হয়েছে শতাধিক মানুষ। যাদের মধ্যে অনেক সেনাসদস্যও রয়েছেন।