রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সরকার উদীয়মান নেতাদের ধ্বংস করছে: মির্জা ফখরুল

images_71460
সরকার বিএনপির অঙ্গ সংগঠনের উদীয়মান ও সাহসী নেতাদের ধ্বংস করতে মহাপরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মশিউর রহমান বিপ্লবের ওপর আওয়ামী লীগের হামলা ও পরে ‘মিথ্যা’ মামলায় পুলিশের গ্রেফতারের প্রতিবাদে এক বিবৃতিতে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।
বিবৃতিতে মির্জা ফখরুল দাবি করেন, স্বেচ্ছাসেবক দলের ওই নেতাকে সশস্ত্র ক্যাডাররা অমানুষিক নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে। পরে আওয়ামী সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে আহতাবস্থায় বিপ্লবকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এটা বর্তমান সরকারের নিষ্ঠুর অমানবিকতা ও স্বেচ্ছাচারিতার আরো একটি নতুন মাত্রা।
তিনি অবিলম্বে মশিউর রহমান বিপ্লবের মুক্তি ও তার বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহারের দাবি জানান।