সরকার বিএনপির অঙ্গ সংগঠনের উদীয়মান ও সাহসী নেতাদের ধ্বংস করতে মহাপরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মশিউর রহমান বিপ্লবের ওপর আওয়ামী লীগের হামলা ও পরে ‘মিথ্যা’ মামলায় পুলিশের গ্রেফতারের প্রতিবাদে এক বিবৃতিতে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।
বিবৃতিতে মির্জা ফখরুল দাবি করেন, স্বেচ্ছাসেবক দলের ওই নেতাকে সশস্ত্র ক্যাডাররা অমানুষিক নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে। পরে আওয়ামী সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে আহতাবস্থায় বিপ্লবকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এটা বর্তমান সরকারের নিষ্ঠুর অমানবিকতা ও স্বেচ্ছাচারিতার আরো একটি নতুন মাত্রা।
তিনি অবিলম্বে মশিউর রহমান বিপ্লবের মুক্তি ও তার বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল দাবি করেন, স্বেচ্ছাসেবক দলের ওই নেতাকে সশস্ত্র ক্যাডাররা অমানুষিক নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে। পরে আওয়ামী সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে আহতাবস্থায় বিপ্লবকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এটা বর্তমান সরকারের নিষ্ঠুর অমানবিকতা ও স্বেচ্ছাচারিতার আরো একটি নতুন মাত্রা।
তিনি অবিলম্বে মশিউর রহমান বিপ্লবের মুক্তি ও তার বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহারের দাবি জানান।