Saturday, January 25Welcome khabarica24 Online

সরকারকে বৈধতা দিলে তবেই সংলাপ : নাসিম

nasim_112306

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাভাবিক অবস্থায় আগামী জাতীয় নির্বাচনের আগে সংলাপের কোনো সুযোগ নেই। তবে সংবিধান অনুযায়ী সরকারকে বৈধতা দিলেই সংলাপ হতে পারে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপের আহ্বান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মহাসমাবেশে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য নাসিম বলেন, যদি সরকারের সাথে আলোচনা চান। তাহলে আগে জনগণের সামনে প্রকাশ্যে বলুন সংবিধান অনুযায়ী সরকার বৈধ। আপনি বলেছেন, আপনি জনগণের নেত্রী, সরকারের সঙ্গে আলোচনা চান। তবে জনগণের নেত্রী হলে তো জনগণের ভাষা বুঝতে হবে। কিন্তু গত নির্বাচনের আগে আপনি সেটা বোঝেননি, নির্বাচনের ট্রেন মিস করেছেন। এখন আফসোস করে লাভ কী বলেন?’
নাসিম আরও বলেন, আপনি যদি সংলাপ চান, তাহলে প্রকাশ্যে বলুন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সরকারের অধীনেই অংশ নেবেন। তাহলেই সংলাপের বিষয়ে ভেবে দেখা যাবে। তিনি বলেন, ২০১৯ সালে নির্বাচন হবে। সেই নির্বাচনও শেখ হাসিনার অধীনে হবে।ঈদের পর বিএনপির আন্দোলন প্রসঙ্গে নাসিম বলেন, যদি আমরাই আমাদের বিপদ ঘটাতে না পারি, তাহলে বিএনপি জামায়াত আন্দোলন করে কিছুই করতে পারবে না।