সরকারই এখন জামায়াতের সঙ্গে আতাতের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। আজ শুক্রবার বিকালে শাহবাগে জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, সরকার নির্বাচনের সময় যুদ্ধাপরাধীর বিচারসহ জামায়াত শিবির নিষিদ্ধ করার আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন জামায়াতের সঙ্গেই আতাতের পায়তারা করছে। সরকার শুধু নির্বাচনী ইস্যু হিসেবেই যুদ্ধাপরাধীর বিচারের কথা মুখে বলে। বাস্তবে এ ব্যাপারে মোটেও আন্তরিক নয়। ইমরান সরকার বলেন, আজ বিভিন্ন মহলে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। গণজাগরণ মঞ্চকে কবর দেয়ার চেষ্টা চলছে। কিন্তু, যত ষড়যন্ত্রই হোক, গণজাগরণ মঞ্চ রাজপথে থাকবে। প্রয়োজনে ঘরে ঘরে মঞ্চ তৈরি করে ছয় দফা দাবি বাস্তাবায়নের জন্য আন্দোলন গড়ে তোলা হবে। বিকাল ৫টার দিকে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নারী নেত্রী খুশি কবির, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ, স্লোগান কন্যা ও ছাত্র ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক লাকি আক্তার প্রমুখ। সমাবেশ শেষে গণজাগরণ মঞ্চ একটি মিছিল বের করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে শাহবাগে এসে শেষ হয়।