পবিত্র বদর দিবস স্মরণে আর্ত-মানবতার কল্যাণে নিয়োজিত সংগঠন হেল্প ফাউন্ডেশন অব বাংলাদেশ’র ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। আজ ৪ঠা জুন ১৮ রোজ সোমবার চট্টগ্রাম নগরীর অক্সিজেনস্থ হোটেল জামানে এ মাহফিল অনুষ্টিত হয়। হেল্প ফাউন্ডেশনের সিনিয়র সদস্য মুহাম্মদ রফিক বিন সালাম এর উপস্থাপনায় অনুষ্টানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ ইরফান রেজা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হেল্প ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ আলিম রহিম, মুহাম্মদ ইমরান হোসেন এবং মুহাম্মদ সাদমান সাকিব। অনুষ্ঠানে বক্তারা বলেন, রহমত, মাগফেরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে মুসলমানদের কাছে আগমন করেছেন মাহে রমজান। পবিত্র রমজানে রয়েছে মুসলমানদের জন্য তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের সূবর্ণ সুযোগ। তাই সিয়াম সাধনার মাধ্যমে প্রত্যেক রোজাদারের মূল উদ্দেশ্য হওয়া উচিত তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। অনুষ্ঠানে মাল্টি প্রজেক্টরের মাধ্যমে হেল্প ফাউন্ডেশনের চলমান ও প্রস্তাবিত কার্যক্রম উপস্থাপন করা হয়। এবং এরপর মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।