শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সমমনার” মতবিনিময় সভা সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাই বড়তাকিয়া সমমনা সংঘ কার্যালয়ে ১০ মে শুক্রবার বিকাল তিন ঘটিকায় সংঘের সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে সর্বোচ্চ পরিষদের সাবেক সভাপতি জি মোহাম্মদের পরিচালনায় এতে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সর্বোচ্চ পরিষদের নব গঠিত মহাসচিব এস এম সরোয়ার উদ্দীন,উপস্থিত থাকেন সর্বোচ্চ পরিষদের সদস্য নুরুল আবছার আইয়ুব খান, সাবেক সভাপতি ও সর্বোচ্চ পরিষদের সদস্য যথাক্রমে *নুরুল মোস্তফা,মোস্তাফিজুর রহমান স্বপন,নুরুল ইসলাম ইরান, আনোয়ারুল ইসলাম শাহীন,নাছির উদ্দীন, মাহফুজুল আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক কর্মকর্তা যথাক্রমে মোসলিম উদ্দীন চৌধুরী,সাইফ উদ্দীন মীর শাহীন,নুরউদ্দীন,মাষ্টার ইকবাল হোসেন সহ প্রমুখ। এতে প্রায় শতাধিক নবীন প্রবীন সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সদস্য নবায়ন,নতুন সদস্য ভর্তি,সাধারন সভা ও নতুন কার্যকরি কমিটি গঠন সহ নানা বিষয়ে গঠন মূলক আলোচনায় বিষয় ভিত্তিক সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম প্রথমে তার সদস্য নবায়ন ও সাংবাদিক জাবেদ হোসাইন নতুন সদস্য হওয়ার জন্য ফরম সংগ্রহের মাধ্যমে এর আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করা হয়। সভায় বৃত্তি পরীক্ষা কমিটি,সদস্য ভর্তি ও সদস্য নবায়ন, ভবন নির্মান কমিটি সহ কয়েকটি উপকমিটি গঠন করা হয়। আগামি এক মাস সদস্য নবায়নের মাস হিসাবে ঘোষনা করা হয়। যারা ঘোষিত সময় অনুযায়ী সদস্য নবায়ন করতে ব্যার্থ হবেন প্রাথমিক ভাবে তাদের সদস্য পদ বাতিল হবে। তবে পরবর্তি সময়ে অবস্থার পরিপ্রেক্ষিতে সদস্য নবায়নের সময় সিমা বাড়ানো হইতে পারে বলে মহাসচিব এস এম সরোয়ার উদ্দীন উপস্থিত সকলের অবগতির জন্য জানান। নির্দিষ্ট সময় সীমায় সদস্য নবায়নে ব্যার্থ হলে প্রাথমিক সদস্য পদ বাতিল হবে।