অবরোধ ও হরতাল প্রত্যহার করে সংলাপ আয়োজনের দাবিতে রাজপথে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ বিকেল ৩টা থেকে রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেন তিনি। তার সঙ্গে রয়েছেন দলের অর্ধশতাধিক নেতাকর্মী। কাদের সিদ্দিকী জানান, একজন মুক্তিযোদ্ধা হিসেবে জাতির সংকটময় মূহুর্তে তিনি রাজপথে নেমেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে হরতাল ও অবরোধ প্রত্যাহার এবং প্রধানমন্ত্র্রী শেখ হাসিনা সংলাপের আয়োজন না করা পর্যন্ত তিনি এ কর্মসূচি পালন করবেন।