সব দল অংশ না নিলেও ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চেয়েছিলাম। কিন্তু সবাই আসেনি। ৫ জানুয়ারির মতো সব রাজনৈতিক দল অংশ না নিলেও ডিসিসি নির্বাচন করতে হবে। রবিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রকিবউদ্দিন আহমদ বলেন, ঢাকা সিটির নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে যাতে হয় সেই চেষ্টা করবে কমিশন। আমরা সবাইকে নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাব। তারপরও যদি সবাই না আসে নির্বাচন করতে হবে। তিনি বলেন, নির্বাচনের দিনক্ষণের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব জেসমিন টূলী, জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।