Monday, February 10Welcome khabarica24 Online

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন – মাহবুবুর রহমান রুহেল

received_m_mid_1470479474161_b7417dd86312014f95_0

নিজস্ব  প্রতিনিধি: মীরসরাই মুক্তি ফাউন্ডেশন উদ্যোগে আজ (৬ আগষ্ট) শনিবার বেলা ১১ ঘটিকায় মীর কমিউনিটি সেন্টারে  মাদক, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা লক্ষে এবং  ২০১৬ সালের এস.এস.সি উওীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত । বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি শেখ মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল। বিশেষ অতিথি ছিলেন মীরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, সাবেক উপজেলা  ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মীরসারই পৌর  মেয়র গিয়াস উদ্দিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মাহবুবুর রহমান রুহেল বলেন সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে  সবাইকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন কলেজের  অ+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ পত্র প্রদান করা হয়।