নিজস্ব প্রতিবেদনঃ মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের সুনামধন্য সংগঠন সততা ক্লাব কর্তৃক আয়োজিত অলিম্পিক ক্রিকেট টূর্ণামেন্ট ২০২০ এর উদ্বোধন সম্পন্ন। গত ৩১শে জানুয়ারি শুক্রবার বেলা ৩ ঘটিকায় করেরহাট কে.এম উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত খেলার উদ্বোধন ঘোষনা করা হয়। উদ্বোধনি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে হিঙ্গুলী ক্রিড়া সংঘ এবং ইয়াং স্টার হাবিলদার বাসা। উক্ত খেলায় ২ উইকেটে ইয়াং স্টার হাবিলদার বাসা কে পরাজিত করে হিঙ্গুলী ক্রীড়া সংঘ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় হিঙ্গুলী ক্রীড়া সংঘের খেলোয়াড় সাফায়েত।
এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ১নং করেরহাট ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কামরুল হোসেন, মীরসরাই উপজেলার যুবলীগের সদস্য এমরান হোসেন রানা, যুবলীগ সদস্য আলাউদ্দিন আলো, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আমিনুল হক সজীব, সাবেক সাধারন সম্পাদক করেরহাট ইউনিয়ন ছাত্রলীগ এর মীর আলম মাসুক, আলতাফ হোসেন ঝুমন সহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সততা ক্লাবের সভাপতি কামরুল হাসান এবং সাধারন সম্পাদক আহমেদ রিপন, ক্রীড়া সম্পাদক নাজমুল হোসেন, কার্যকরি সদস্য রানা মিয়াজি, সততা ক্লাবের প্রতিষ্ঠাতা আবদুর রহিম সহ সকল সদস্য।