আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অসুস্থ। তিনি ঠান্ডা জনিত রোগে ভুগছেন। বুধবার বিকেলে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এখবর জানান।বুধবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জয়ের। অসুস্থ্যতার কারণে জয় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
সভা শুরুতে স্বাগত বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, জয় শারীরিক অসুস্থার কারণে আজকের অনুষ্ঠানে আসবেন না। আমরা তার দ্রুত তার শারীরিক সুস্থতা কামনা করছি। আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়া শুরু করবেন।