ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ক্ষতিপূরণের দাবিতে এবার সচিবালয়ের আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশ কৃষক সমিতি। সোমবার চাষীদের ক্ষতিপূরনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে সচিবালয়ের সামনে অবস্থান গ্রহণ করে।জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেলে সমাবেশে আলু চাষিদের সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, আলুভিত্তিক শিল্প কারখানা নির্মাণ, সরকারি উদ্যোগে কোল্ড স্টোরেজ নির্মাণ, সরকারি ক্রয় কেন্দ্র চালুসহ ফসলের লাভজনক দামের দাবি জানানো হয়।কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সহ-সভাপতি নুরুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, কষ্ট করে কৃষক আলু চাষ করেন। কিন্তু লাভ দূরের কথা আলুর উৎপাদন খরচই কৃষকরা পান না। এবছর আগাম আলুসহ শাকসবজি কৃষক পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছে। দেশে বর্তমানে সবচেয়ে কম দাম হচ্ছে আলুর। মাত্র ২-৩ টাকা কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষকরা।নেতারা বলেন, ধনী ব্যবসায়ী, গার্মেন্টস মালিকরা হরতাল-অবরোধে তাদের ক্ষতিপূরণ সরকারের কাছ থেকে আদায় করে নিচ্ছে। কিন্তু কৃষকের ক্ষতিপূরণের দিকে সরকারের কোনো নজর নেই। অবিলম্বে আলুর ন্যায্যদামসহ ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ক্ষতিপূরণ প্রদান করে কৃষক সমিতির দাবি মেনে নেওয়ার দাবি জানান নেতারা।
উৎস- যুগান্তর