শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সংবিধান সংশোধনে জাতীয় সংলাপ দরকার : ড. কামাল

123_142008

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান সংশোধনের জন্য ১৬ কোটি মানুষের মতামত নেয়া দরকার। এজন্য জাতীয় সংলাপ দরকার। সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবিধান সংশোধন, বিচারপতিদের অভিশংসন এবং এর সম্ভাব্য তাৎপর্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।তিনি বলেন, সংবিধানের পাঁচটি স্তম্ভের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা অন্যতম। এই বিচার বিভাগের উপর আঘাত করা মানে সংবিধানেরই উপর আঘাত হানা। গত জুলাই মাসে হঠাৎ সংবিধান সংশোধনের ওহি আসলো। ড: কামাল বলেন, গণতন্ত্র শুধু সংখ্যাগরিষ্ঠের শাসন নয়। চার মিনিটে যেভাবে ঢাকা সিটি কর্পোরেশনকে দু ভাগে ভাগ করা হয়েছে আমরা সেই গণতন্ত্রের হাতে সংবিধান সংশোধন করতে দিতে পারি না। সংবিধান সংশোধন করতে গেলে এর কারণ জনগণকে জানাতে হবে।সুজন সভাপতি এম হাফিজের সভাপতিত্বে বিচারপতি আমিরুল কবির চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান, সৈয়দ আবুল মকসুক, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আসিফ নজরুল, নাগরিক ঐক্য ফোরামের মাহমুদুর রহমান মান্না, সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসাইন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।