শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

সংবিধানের ষোড়শ সংশোধন বিল সংসদে উত্থাপন

sangshad-bhaban-inside_13261_28927

বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে আনতে বহুল আলোচিত ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ সংসদে উত্থাপন করা হয়েছে। দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আজ রবিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক স্পিকারের অনুমতিক্রমে বিলটি সংসদে উত্থাপন করেন। এরপর সংসদ তা আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়। কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। বিলটি পাস হলেই বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের কাছে ফিরে আসবে, যা ১৯৭২-এর সংবিধানে ছিল। পরবর্তীতে সামরিক শাসনামলে বিলটি রহিত করা হয়।