সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মঙ্গলবার দুপুরে শিল্পমন্ত্রণালয়ে সংবাদপত্রের মালিকদের সঙ্গে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।শিল্পমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আমরা চাই সংবাদ যেন দেশের স্বার্থে হয়, দলীয় স্বার্থে নয়। আর আজকের এ ঘোষণার মধ্য দিয়ে সংবাদপত্র মালিকদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হলো। তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপনাদের মনে রাখা উচিত যাতে নেতিবাচক খবরের পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাগুলোও খবরে উঠে আসে।সংবাদপত্রকে শিল্প ঘোষণা করা সংবাদপত্রের মালিকরা শিল্পমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন , সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ দিনের দাবি আজ পূরণ হলো। এটাকে শিল্প হিসেবে ঘোষণার ফলে সংবাদপত্রের যেসব সমস্যা ছিল তা থেকে বের হয়ে আসার সুযোগ তৈরি হলো। মালিক ও সংবাদকর্মীরা তাদের চাওয়া পাওয়াগুলো সহজে অর্জন করতে পারবে।এসময় প্রথম আলো, সমকাল, ডেইলি স্টার, জনকণ্ঠ, ফাইনান্সিয়াল এক্সপ্রেসসহ বেশ কয়েকটি সংবাদপত্রের মালিকগণ উপস্থিত ছিলেন।
উৎস- যুগান্তর