বিনোদন ডেস্ক
আশুতোষ গোয়াড়েকরের পরবর্তী ছবি মহেঞ্জোদারো-র শ্যুটিংয়ে গুরুতর চোট পেলেন হৃতিক রোশন।
অ্যাকশনে ভরপুর এই সিনেমা একটি দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে গোড়ালিতে ভয়ানক চোট পেয়েছেন হৃতিক। দু` পায়ের লিগামেন্টও ছিঁড়ে গেছে বলে জানা গেছে।
চিকিত্সকরা জানিয়েছেন, অন্তত ২ সপ্তাহ তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। হাঁটাচলা করাতেও নিষেধাজ্ঞা রয়েছে। এর পর রিহ্যাবে গিয়ে তাঁকে চোট মুক্ত হতে হবে। এই প্রথম নয়, এর আগেও সিনেমার শ্যুটিং করার সময় চোট পেয়েছিলেন হৃতিক। `ধুম ২` ছবির শ্যুটিংয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। তার জন্য দীর্ঘ দিন তাঁকে শ্যুটিং বন্ধ রাখতে হয়।
গত বছরে মুক্তি পাওয়া `ব্যাং ব্যাং` ছবির শ্যুটিংয়েও মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। এর জন্য তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়। আসলে হৃতিক এমন একজন স্টার যিনি খুব একটা বডি-ডাবল ব্যবহার করা পছন্দ করেন না। অ্যাকশন সিকোয়েন্সগুলো নিজেই শ্যুটিং করা পছন্দ করেন। এটা করতে গিয়েই বিপত্তি।
গো নিউজ২৪/জা ই