রবীণ সাংবাদিক ও সাবেক সাংসদ এ বি এম মূসার মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব না আনায়, এটিকে সরকারের হীনমন্যতার পরিচয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বরেণ্য সাংবাদিক এ বি এম মূসার প্রতি শ্রদ্ধা জানাতে এসে একথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, সাংবাদিক মূসার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। তিনি ছিলেন স্বাধীনতা উত্তর দেশের একজন প্রথম আইনপ্রণেতা। এ বি এম মূসার প্রতি শ্রদ্ধা জানাতে মির্জা ফকরুলের সাথে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।