শোক দিবসকে কেন্দ্র করে নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার দুপুরে ধানমন্ডি-৩২ নম্বরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। বঙ্গমাতা শেখ ফজিরাতুন্নেছা মুজিবের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তাদের পরিবারের শোক দিবস পালন করতে কেউ চাঁদাবাজি করবেন না। আওয়ামী লীগ সততার রাজনীতির রোল মডেল। কেউ বলতে পারবেন না, এই দলের বা নেত্রীর নামে কোনো ব্যাংকে টাকা গচ্ছিত আছে।এসময় ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডের মাধ্যমে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে অবমাননা না করতেও পরামর্শ দেন ওবায়দুল কাদের।বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয় জানিয়ে তিনি বলেন, যারা ১৫ আগস্ট শোক পালন না করে কেক কেটে উল্লাস করে তাদের সঙ্গে কোনো অর্থবহ সংলাপ হতে পারে না। আওয়ামী লীগ সংলাপ ও সমঝোতায় বিশ্বাসী।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপিসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।