শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শোকের মাসে বিএনপিকে কর্মসূচি পালন করতে দেয়া উচিত নয়

শোকের মাসে বিএনপিকে কোন ধরনের কর্মসূচি পালন করতে দেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আগস্ট মাস এলেই তারা চক্রান্ত করে। তাই এ মাসে তাদের কোন কর্মসূচি পালন করতে দেয়া উচিত নয়। শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি শিরিন আকতার মঞ্জুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ। নাসিম বলেন, বিএনপি একটি ফ্যাসিস্ট দল। তারা বিকৃত ও হীন মানসিকতার দল। এ আগস্ট মাসে জিয়াউর রহমান চক্রান্ত করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। বিএনপি ১৭ই আগস্ট সারা দেশে বোমা হামলা করেছে। ২১শে আগস্ট শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করে আইভি রহমানকে হত্যা করেছে। আগস্ট আসলে বিএনপির ষড়যন্ত্র-চক্রান্ত শুরু করে। বর্তমান ও ভবিষ্যতে এ মাসে তাদের কোন কর্মসূচি করতে দেয়া উচিত নয়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পাঠের আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমাদের সঠিক ইতিহাস জানতে হবে কার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কোন মহান ব্যক্তির কারণে তোমরা স্বাধীন দেশে বসবাস করছো। বঙ্গবন্ধুর জন্ম না হলে তোমরা আজকে স্বাধীন বাংলাদেশে থাকতে পারতে না। তাই তোমাদের জানতে হবে তিনি কি ও কে ছিলেন। আলোচনা সভা শেষে মোহাম্মদ নাসিম প্রতিযোগী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে না পারে তার জন্য বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্র করছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।