শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শেষ মুহূর্তে উজ্জীবিত বাংলাদেশ

image-8_81065

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুটা ভালো না হলেও শেষ মুহূর্তে নজর করা পারফরম্যান্স দেখিয়েছে টাইগার বাহিনী। নির্ধাতির ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে সাবেক চ্যাম্পিয়নরা। চার ক্যরিবীয় ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। মঙ্গলবার টসে হেরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই বাংলাদেশি বোলারদের বিপরীতে মারমুখী ভূমিকায় অবর্তীন হয় ওপেনার স্মিথ। ৪৩ বলে ব্যক্তিগত ৭২ রানে আউট হন তিনি। তবে এ ম্যাচে ধীরগতিতে ব্যাট করেন চিরচেনা মারমুখী গেইল। ৪৮ বলে করেন ৪৮ রান। ম্যাচের শুরু থেকেই মিস ফিল্ডিং করতে থাকে বাংলাদেশ। যার উদাহরণ পায়ে চোট পাওয়া গেইলকে দু’বার রান আউটের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফিল্ডাররা। এছাড়া সামির দুটি ক্যাচ মিস করেন মাহমুদ উল্লাহ। তবে এর ব্যতিক্রম ছিলেন তামিম ইকবাল। গেইল ও ব্রাভোর দুটি দৃষ্টি নন্দন ক্যাচ ধরেন তিনি।

মূল পর্বের প্রথম ম্যাচে দলে ফিরেছেন মুমিনুল হক, সোহাগ গাজী, জিয়াউর রহমান ও মাশরাফি বিন মুর্তজা।

উৎস- যুগান্তর