বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শেখ হাসিনা বেশি দিন সরকারে থাকতে পারবেন না

image_142391.goyeshor
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি আন্দোলন করতে পারুক আর না পারুক, শেখ হাসিনা বেশি দিন সরকারে থাকতে পারবেন না।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার ও গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় গয়েশ্বর এ মন্তব্য করেন। স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন বিএনপির নেতা-কর্মীদের করণীয় হচ্ছে জনগণকে সংগঠিত করা। তিনি আরও বলেন, আওয়ামী লীগের উচ্চকণ্ঠের কথা শুনলেই বুঝা যায়, তাদের বুকে কাঁপন ধরে গেছে। আওয়ামী লীগ নেতারা নিজেদের ছায়া দেখে ভীতসন্ত্রস্ত। এখন বিএনপির আর কিছু করা লাগবে না।অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, আয়োজক সংগঠনের মহাসচিব আহসানউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।