মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা খালেদা জিয়ার

image_210198.hasina n khaleda
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী জোট নেতা খালেদা জিয়া। রবিবার রাতে নববর্ষের কার্ড পাঠিয়ে তিনি এ শুভেচ্ছা জানান।খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার রবিবার রাত ৮টার দিকে খালেদা জিয়ার কার্ড নিয়ে গণভবনে যান। এ সময় প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা (২) এসএম খুরশীদ-উল আলম কার্ডটি গ্রহণ করেন। এর আগে রবিবার বিকেল ৫টায় খালেদা জিয়াকে কার্ড পাঠিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান শেখ হাসিনা।এদিকে দেশবাসীসহ বাংলা ভাষাভাষি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গণমাধ্যমে পাঠানো দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, পৃথিবীর নানা জাতি-গোষ্ঠী নিজস্ব সংস্কৃতি ও রীতি অনুযায়ী তারা তাদের নববর্ষ উদযাপন করে থাকেন। তেমনি আমাদের কাছে পহেলা বৈশাখও একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং বহুকাল ধরেই নতুন নতুন আঙ্গিকে, বর্ণ, বৈচিত্র্যে ও রূপে পহেলা বৈশাখ আমাদের জীবনে ফিরে আসে। পহেলা বৈশাখ বাঙলানববর্ষ আমাদের জাতিসত্ত্বার অন্যতম অহংকার। আমরা এই অহংকার আবহমানকাল ধরেই ধর্ম-বর্ণ-নৃ-গোষ্ঠী ভেদে লালন করে থাকি।
তিনি বলেন, বাংলা সন-তারিখ আমাদের প্রাত্যহিক জীবন ও জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ বছরের এই দিনে আমি সকলের কল্যাণ কামনা করি, যদিও দেশবাসী একটি অনির্বাচিত সরকারের অপশাসনের যাঁতাকলে পিষ্ট। তবুও নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, এ প্রত্যাশা করি। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, সবার জীবন হয়ে উঠুক সমৃদ্ধময়। সমাজ থেকে চিরতরে বিদায় নিক অসত্য, অন্যায়, অনাচার ও  অশান্তি। নববর্ষের এই নতুন সকালে মহান আল্লাহ’র কাছে কায়মনোবাক্যে সকলের ব্যক্তিগত, পারিবারিক এবং জাতীয় সকল পর্যায়ে সুখ ও শান্তি কামনা করি। ১৪২২ বাংলা সনের নতুন প্রভাতের প্রথম আলোতে আমি দেশবাসীকে আবারও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।