মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য সামাজিক সংগঠন ‘শেখ ইব্রাহিম টোলা তরুণ সংঘ’ এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সম্প্রতি বন্যাকবলিত বাড়িয়াখালি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। আগস্ট ৩১ তারিখে এই উদ্যোগটি গ্রহণ করা হয়, যার মাধ্যমে সংগঠনটি গৃহায়ন ও পুনর্বাসনের লক্ষ্যে অর্থ সহায়তা প্রদান করে। এই মানবিক উদ্যোগের মাধ্যমে বাড়িয়াখালি এলাকার প্রায় ৫টি পরিবার উপকৃত হয়েছে, যাদের অধিকাংশই বন্যায় তাদের বাড়ি ও সম্পদ হারিয়েছেন। সংগঠনের প্রধান জানান, “আমাদের মূল লক্ষ্য হলো ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পুনর্বাসন ও তাদের জীবনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা।” এছাড়া, ভবিষ্যতে এই ধরনের আরো উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেন।
‘শেখ ইব্রাহিম টোলা তরুণ সংঘ’ এর এই মহৎ উদ্যোগ মিরসরাই এলাকায় প্রশংসিত হয়েছে, যা একটি অনন্য উদাহরণ হিসেবে স্থানীয় অন্যান্য সংগঠনগুলোকেও অনুপ্রাণিত করেছে।