
রেজা তানভীর:
মীরসরাই শ্বশুড় বাড়ীতে বেড়াতে এসে দূর্বৃত্তের হামলার শিকার হয়েছেন এক জামাই। ওই জামাইয়ের নাম দেলোয়ার হোসেন (২৫)। তার বাড়ি উপজেলার মিঠানালা ইউনিয়নের বামনসুন্দর দারো
গারহাট এলাকায়। শনিবার বিকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামে এঘটনা ঘটে।
আহত দেলোয়ার হোসেনের শাশুড়ী নূরের নেহার জানান, শনিবার সকালে তার মেয়ে রোজিনার স্বামী দেলোয়ার হোসেন তাদের জামালপুর গ্রামের বাড়িতে বেড়াতে আসে। পরে মেহেদীনগর গ্রামে তার বড় মেয়ের বাড়িতে বেড়াতে যায়। শনিবার বিকালে মেহেদীনগর গ্রাম থেকে ফেরার পথে কয়েকজন দূর্বৃত্ত তাকে কুপিয়ে মারাত্মক আহত করে।
এসময় দেলোয়ার হোসেনের সাথে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তবে কি কারণে তার উপর হামলা হয়েছে তিনি জানেন না। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল চন্দ্র দেবনাথ জানান, মেহেদীনগরে জামাইয়ের উপর হামলার ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
খবর: মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম