Saturday, February 8Welcome khabarica24 Online

শুরু হতে যাচ্ছে মীরসরাই স্পোর্টিং ক্লাবের প্রথম ক্রিকেট লীগ

নিজস্ব প্রতিনিধি ঃ  মীরসরাই স্পোর্টিং ক্লাবের প্রশিক্ষণরত ৭০ জন ক্রিকেটার নিয়ে শুরু হতে যাচ্ছে মীরসরাই স্পোর্টিং ক্লাব ক্রিকেট লীগ।প্রথম বারের মতো অনুষ্ঠিত এই লীগে অংশগ্রহণ করছে একাডেমীর চারটি দল।আজ শুক্রবার জোরারগঞ্জ একাডেমী কার্যালয়ে ৭০ জন ক্রিকেটারের উপস্থিতিতে দল ক্রয় ও নিলাম অনুষ্ঠিত হয়।চারটি দলের মধ্য এম.এস.সি ফাইটার্স নাইটসকে কিনে নেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক জসিম উদ্দিন দুলাল।এই দলে আইকন হিসেবে ছিলেন একাডেমীর সেরা অলরাউন্ডার সাইদ আনোয়ার বাবু।এম.এস.সি সুপার স্টারস কে ক্রয় করেন একাডেমীর সদস্য সচিব শামসুদ্দিন আবির।এই দলে আইকন হিসেবে ছিলেন অলরাউন্ডার পারভেজ।তাছাড়া এম.এস.সি কিংস ও এম.এস.সি ডাইনামাইটস কে কিনে নেনে একাডেমীর আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ শুভ ও দ্বীন মোঃ।
দুই দলে আইকন হিসেবে বিক্রি হন অলরাউন্ডার আহমদ ও কিপার মনির।
প্রায় প্রতিটি টিমই তিন ক্যাটাগরি থেকে নিলামের মাধ্যমে ১৫ জন করে খেলোয়াড় কিনতে সর্মথ হয়।সবচেয়ে বেশী দামে অলরাউন্ডার জাহেদুল ইসলাম শোভন কে কিনে নেয় এম.এস.সি ডাইনামাইটসের মালিক দ্বীন মোঃ। সম্পূর্ণ বিপিএলের নিয়ম অনুসরন করে সম্পন্ন হয়
নিলাম প্রক্রিয়া ও দল ক্রয়ের কার্যক্রম।
নিলাম কার্যক্রম পরিচালনা
মীরসরাই স্পোর্টিং ক্লাবের ক্রিকেট বিভাগের প্রধান প্রশিক্ষক মেজবা উল আলম।যিনি পরম মমতায় আগলে রাখেন মীরসরাই স্পোর্টিং ক্লাবের ৭০ জন ক্রিকেটার ও ক্রিকেটবিভাগকে।এ সময় তিনি বলেন,চট্টগ্রাম ২য় বিভাগ ক্রিকেট লীগে আমার অংশগ্রহণ আমাদের জন্য সত্যি অনেক বড় পাওনা,তাই এর প্রস্তুতি হিসেবে এই ক্রিকেট লীগের আয়োজন।এই সময় মীরসরাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং ক্রিকেট লীগে অংশগ্রহণকারী এম.এস.সি ফাইটার্স নাইটসের চেয়ারম্যান জসিম উদ্দিন দুলাল আরো জানান,সব কিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার থেকে জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে চার দলের এই ক্রিকেট লীগ।