Saturday, February 8Welcome khabarica24 Online

শুভ মহরত অনুষ্ঠিত হয়ে গেল ‘গল্পটা কার’

 

বিনোদন ডেক্সঃ শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে ‘গল্পটা কার’ চলচ্চিত্রের। গ্রীন লুক এন্টারটেইনমেন্ট প্রযোজনাই সময়ের উদিয়মান নির্মাতা ও পরিচালক রুবেল মাহমুদ এর লেখা গল্পেই নির্মাণ হতে যাচ্ছে ‘গল্পটা কার’ এখানে ফুটে উঠেছে সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক বিষয় যেমন- গরুর গাড়ীর পরিবর্তে আধুনিক যান, মানি গ্রাম টেলিগ্রাম আর চিঠির যুগ পেরিয়ে ফোন মোবাইল ই মেইল ফ্যাক্স এবং মোবাইল ব্যাংকিং এর ব্যবহার, বিভিন্ন রোগ সম্পর্কে মানুষের কু- সংস্কার থেকে সচেতন করা, গ্রামের একজন নিপীরিতো নারীর সাফল্য গাথা কাহিনী।গল্পটা কার ছবিটির শুটিং হবে ঢাকার বাইরে, আগামী ২৫ তারিকে শুটিং শুরু হবে , প্রধান চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক রাশেদ প্রহরের তার সঙ্গে জুটি বাঁধলেন সময়ের নন্দিত চিত্রনায়িকা তানিন সুবহা পরিচালক রুবেল মাহমুদ জানান ‘গল্পটা কার’ এই চলচ্চিত্রের মাধ্যমে আমি আমি সচেতন মূলক ২৯ টা এসএমএস রাখছি দর্শকের জন্য, ‘গল্পটা কার’ আসা করি এই চলচ্চিত্রের সকল মানুষের জীবনের গল্পের সাথে মিলে যাবে, দর্শক যেন চলচ্চিত্র দেখেবলে গল্পটা আমারচিত্রনায়ক রাশেদ প্রহর বিনোদন বক্সকে জানান ‘নিজেকে অভিনয়ে মগ্ন রাখতে আমি ভালোবাসি। একইভাবে নিজের চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলে দর্শক হৃদয়ে ঠাঁই পেতে চাই। এই ছবিতিও যথাসাধ্য চেষ্টা করবো নিজেকে ফুটিয়ে তুলতেচিত্রনায়িকা তানিন সুবহার জানান, ‘গল্পটা কার’ চলচ্চিত্রের গল্পটা পরিচালক রুবেল মাহমুদ কাছে শুনার পর ভালো লাগছে তাই আমি এই চলচ্চিত্রের চরিত্রে অভিনয় করার জন্য রাজি হয় আসা করি দর্শক এই চলচ্চিত্রের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে,সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো একটা চলচ্চিত্র আপনাদের উপহার দিতে পারি