শনিবার, ৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শুভ জন্মদিন : মা হ বু ব প লা শ

( প্রিয় ভাই কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্নার জন্মদিন ২০২০ উপলক্ষে রচিত)

স্বপ্ন বুনে চাঁদের কোণে
পাল্কী মাঠে নামল ধীরে,
ময়ুর নাচে পেখম মেলে
টুনটুনিটা বেজায় খুশি
চুপ চুপ পানকৌড়ি,
শঙ্খচিল দেখবে ঐ।
মোদের প্রিয় কবি মনির
বেজায় ভারি মিষ্টি যে,
কাব্য খোঁজে, খবর খোঁজে
ডাহুক দুটো ডিম খুঁজে
শ্যাওলায় ডাকছে।
মোদের প্রিয় মান্না যে,
পৃথিবীর প্রান্তরে শুধু
শব্দের গন্ধই খুঁজে,
সুর খুঁজে, মানবতার কল্যান করে।
সুরের মূর্ছনায় রাঙ্গা প্রিয় ভাইটির
আজকের জন্মদিনে সবাই বেজায় খুশি।
জন্ম জন্মান্তর ফুটে থাকুক
অমলিন হাসিমাখা এই সাদামন।
আজ মোদের প্রিয় মনির ভাইয়ার
শুভ হোক জন্মদিন।
হাজার বছর এভাবেই
হাসিমুখে মোম জ্বালিয়ে মোরা
বলবো যেন হ্যাপি শুভ জন্ম দিন।