বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শীতলক্ষ্যায় ট্রলারডুবিতে দুজন নিহত

image_179004.boat

 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে দুই ট্রলারের সংঘর্ষের পর নদী থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান জানান, শুক্রবার দুপুরে ওই দুর্ঘটনার পর আরও অন্তত দুজন নিখোঁজ রয়েছেন। মৃত দুজন হলেন : ময়মনসিংহের পাগলা থানার সুতারতাপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আসমা বেগম (৩২) এবং স্থানীয় কাওরাইদ এলাকার আশরাফ উদ্দিন শেখের ৮ মাস বয়সী মেয়ে সাদিকুন্নাহার। উদ্ধার কাজ চালাতে ময়মনসিংহ থেকে ডুবুরি দল আসছে বলে জানান ইউএনও।   কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জসিম উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীপুর উপজেলার বরমী থেকে ত্রিমোহনীগামী একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে পাতলাশী থেকে বরমীগামী আরেকটি ট্রালারের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বরমীগামী ট্রলারটি শীতলক্ষ্যায় তলিয়ে যায়। আরোহীদের অনেকেই তীরে উঠতে পারলেও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জসিম উদ্দিন জানান।তিনি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী পৌঁছানোর আগেই এলাকাবাসীর সহায়তায় উদ্ধর কাজ শুরু হয়।