Sunday, January 19Welcome khabarica24 Online

শিবির সন্দেহে শাবির ৮৪ শিক্ষার্থী আটক

image_63899
ইসলামী ছাত্রশিবিরের সমর্থক সন্দেহে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সিলেটের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে এসব শিক্ষার্থীদের আটক করা হয়।শুক্রবার ভোররাতে বিশ্ববিদ্যালয় এলাকার গোলাপি হাউজ থেকে ৪০ জন, গুলশান থেকে ২১ জন, মহসিন কটেজ থেকে ছয়জনসহ প্রায় ২৫টি মেসে অভিযান চালিয়ে জালালাবাদ থানা পুলিশ ৮৪ জনকে আটক করে। এদের মধ্যে প্রায় ৭০ জন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং আছেন কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও। এ প্রসঙ্গে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গৌসুল হোসেন জানান, শহরতলীর তেমুখীতে পুলিশের ওপর হামলা ও বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভাঙচুরের কারণে অভিযানটি চালানো হয়েছে। অভিযানে শিবিরনিয়ন্ত্রিত বিভিন্ন মেস থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৮৪ জনকে শিবিরের সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে হামলার সঙ্গে যাদের সম্পৃক্ততা নেই, প্রমাণসাপেক্ষে তাদের ছেড়ে দেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘আটকদের কাছ থেকে কিছু জামায়াত-শিবিরপন্থী বইও পাওয়া গেছে।