শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের দাবি

teacher_94652

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলন ও কর্মসূচি বিষয়ক অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. মোফাজ্জল হোসেন এ দাবি জানান। এসময় দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষক সমিতি।সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মো. মুজিবুর রহমানের নেতৃত্বে বিভিন্ন সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।দাবিগুলো হলো- সারকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১ম শ্রেনীর গেজেটেড পদ মর্যাদা প্রদান, মাধ্যমিকের জন্য আলাদা অধিদপ্তর এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়ন করা।সমিতির কর্মসূচির মধ্যে রয়েছে- ৫ মে থেকে ১২ মের মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে ব্যানার টানানো, ৫ জুন থেকে ১৫ জুনের মধ্যে সকল জেলার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি উপস্থাপন এবং ১৬ ‍জুন থেকে ৩১ জুনের মধ্যে ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে শিক্ষকদের স্বাক্ষরলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো।