Sunday, January 19Welcome khabarica24 Online

শাহ আমানতে ফ্যানের ভেতর ২ কেজি স্বর্ণ, আটক ১

gold bar_11724

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে টেবিল ফ্যানের ভেতর থেকে প্রায় দুই কেজি ওজনের ১৬টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় মনজুর হোসাইন (২৪) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শারজা থেকে আসা এয়ার এরাবিয়ার জি-৯ ৫২১ ফ্লাইটের যাত্রী মনজুরের টেবিল ফ্যানের বক্স স্ক্যান করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বতর্মান বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার অথেলো চৌধুরী।তিনি বলেন, ফ্যানের ভেতর স্বর্ণ রয়েছে বলে কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে স্ক্যান করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মনজুর হোসাইনকে আটক করা হয়েছে বলে জানান অথেলো চৌধুরী।