নিজস্ব প্রতিনিধি ॥
বাংলাদেশ শিক্ষক সমিতি মীরসরাই উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মু. রেজাউল করিমের সঞ্চালনায় এবং গোলকেরহাট মেহেরুন্নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. মহিবুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সচিব এম এ ছফা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাংগঠনিক সচিব নাছির উদ্দিন, উত্তর জেলা শাখার সভাপতি মো. মোস্তফা, সচিব কমল কান্তি ভৌমিক, চট্টগ্রাম মহানগর শাখার সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যে চাকুরী জাতীয় করণের দাবী মেনে নিয়ে সরকারী বে-সরকারী বৈষম্য দূরীভূত করার মাধ্যমে বে-সরকারী শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষায় এগিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। সম্মেলনের দ্বিতীয় পর্বে গোলকেরহাট মেহেরুননেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহজাহানকে সভাপতি এবং জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি মীরসরাই উপজেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।