সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শাহজালাল বিমানবন্দর থেকে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার

image_85438.dolar

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৪০ হাজার ইউএস ডলারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম (৪৮)।আজ শনিবার বিকেল ৪টার দিকে বিমানবন্দর ২ নম্বর টার্মিনাল এলাকা থেকে এসব ডলারসহ তাঁকে গ্রেপ্তারর করা হয়। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৩১ লাখ ২০ হাজার টাকা।বিমানবন্দর থানার ওসি মো. শাহ আলম গণমাধ্যমকে জানান, শনিবার বিকেলে দুই নম্বর টার্মিনাল এলাকায় নুরুল ইসলাম ঘোরাফেরা করছিলেন। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান ওই যুবককের দেহ তল্লাশি করেন। পরে তাঁর কাছ থেকে ১০০ ডলার নোটের ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার করেন। তিনি আরো জানান, নুরুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। নুরুল ইসলাম একজন ডলার ব্যবসায়ী। বিমানবন্দর এলাকায় তিনি নিয়মিত ডলার ব্যবসা করে আসছিলেন।এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত নুরুল ইসলামকে রবিবার সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।