রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শাহজালালে তিন কেজি স্বর্ণসহ আটক ১

image-2_112317

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি স্বর্ণসহ খাইরুল (৪১) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। দুপুর সোয়া ১টার দিকে তাকে আটক করা হয়। বিমানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. আরেফিন বলেন, খায়রুল সৌদি আরব থেকে ‘ভিএস-৮০৮’ ফ্লাইটে বাংলাদেশে আসেন। তার বুকিং করা লাগেজেরভেতরে ২৫টি স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন ২ কেজি ৯১৬ গ্রাম। আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। শুল্ক ফাঁকি ও স্বর্ণ চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।