মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ১৪০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

image_203754.polish (5)

বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর দারফুর সুদান মিশনে ব্যানএফপিইউ-১ কন্টিনজেন্ট প্রতিস্থাপনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ শনিবার ভোরে জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি জানান, পুলিশ সুপার সারোয়ার মোর্শেদ শামীম দলটির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জাতিসংঘ মিশনে গমনকারী দলটিকে বিদায় জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বর্তমানে কঙ্গো, দক্ষিণ সুদান, দারফুর, আইভরি কোস্ট, হাইতি, মালি, লাইবেরিয়া ও সোমালিয়াসহ বিভিন্ন শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার তিনশত ছিয়াত্তর জন সদস্য পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।