বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার মুক্তিযুদ্ধাদের প্রতি সঠিক সম্মান প্রদর্শন না করে আওয়ামী লীগ শহীদ মিনারকে নোংরা করেছে। কারণ ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধাদের সম্মান করে না।বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। এম কে আনোয়ার বলেন, ভাষা সৈনিক আব্দুল মতিন ও অধ্যাপক পিয়াস করিমের মৃত্যুর পর সরকার যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা না দিয়ে হীনমন্যতার পরিচয় দিয়েছে। ভাষা সৈনিক আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদা না দিয়ে ক্ষমতাসীনরা তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সকল বিষয়কে অস্বীকার করে বলে আব্দুল মতিনকে রাষ্ট্রীয় সম্মান দেয়নি। তিনি বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরহুম ড. পিয়াস করিমের লাশ শহীদ মিনারে না নেওয়া হলে জনগণকে অপমান করা হবে। আশা করি সরকার পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নিতে দেবে।
তিনি বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা শুধু শেখ হাসিনার প্রশংসার কথা শুনতে পারেন, অন্য কথা শুনলে তাদের গা-জ্বালা করে।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিশিষ্ট আইনজীবী ড. তুহিন মালিক প্রমুখ বক্তব্য রাখেন।