বিশ্বের শরণার্থী আশ্রয়দাতা দেশের তালিকায় নবম স্থানে রয়েছে বাংলাদেশ। তেমনি বাংলাদেশ থেকেও অনেকে বিশ্বের অন্যান্য দেশে শরণার্থী হয়ে যাচ্ছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর এক প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, দেশের অর্থনীতির তুলনায় ধারণক্ষমতার দিকে থেকে বাংলাদেশ পৃথিবীর নবম শরণার্থী আশ্রয়দাতা দেশ। দক্ষিণ-পূর্ব বাংলাদেশে দুটি সরকারি শরণার্থী শিবিরে ৩০ হাজারের মতো মিয়ানমারের (রোহিঙ্গা) শরণার্থী বসবাস করছে। শিবিরের বাইরে আরও দুই থেকে পাঁচ লাখ অনিবন্ধিত শরণার্থী রয়েছে। পাশাপাশি বাংলাদেশে কেউ কেউ আশ্রয় প্রার্থনাও করছেন।একই সাথে প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ থেকেও উন্নত জীবনের আশায় অনেকে বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হয়ে পাড়ি জমাচ্ছেন। অনেক ক্ষেত্রে তারা জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে রওনা দেন। কেউ গন্তব্যে পৌঁছে গ্রেপ্তার হয়ে ফিরে আসেন। কেউ বা শরণার্থী পরিচয় পান। বাংলাদেশের এমন শরণার্থীর সংখ্যা ৯,৮৩৯ জন। উন্নত বিশ্বে কোনোভাবে ঢুকে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার চল অনেকদিন ধরেই চলছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের এমন আশ্রয় প্রার্থীর সংখ্যা ২২,১২৮ জন।