সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শনিবার সোহরাওয়ার্দীতে ভাষণ দেবেন খালেদা জিয়া

image_147817.khaleda zia bnp

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার বিকাল ৩টায় সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখবেন বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।
বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ইতিমধ্যে ১০ দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে। ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বিএনপি। মহাগর বিএনপি এর ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
দিবসটি উপলক্ষে প্রথমে ৭ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেওয়া হলেও পরে তা একদিন পিছিয়ে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি।
সংবাদ ব্রিফিংয়ে সরকারের বিরুদ্ধে বিরোধী নেতা-কর্মীদের ওপর দমন-নির্যাতনের অভিযোগ তুলে রুহুল কবির রিজভী বলেন, সরকার দমন-পীড়নের মধ্য দিয়ে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। তাদের রুদ্র শাসনের তপ্ত প্রবাহ নির্মম নির্বিচার নেমে এসেছে এ দেশে জনগণে পিঠে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, চারিদিকে ক্ষমতাসীন শকুন হায়েনার বিরুদ্ধে জনগণের সম্মিলিত কণ্ঠস্বর প্রবল বেগে ধাবিত হচ্ছে। এই রক্ত পিপাসুদের পতন অনিবার্য। আমরা মনে করি, প্রবল আন্দোলনের বাঁধভাঙা জোয়ারেই এই অবৈধ সরকারের পতন নিশ্চিত হবে।
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার, আসাদুল করীম শাহিন, ইশতিয়াক আজিজ উলফাত, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন