মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শনিবার অস্ট্রেলিয়া যাচ্ছে টাইগাররা

bangladesh-world-cup-2015

২০১৫ ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে শনিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।শনিবার রাত ন’টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে অস্ট্রেলিয়া যাবে মাশরাফি বাহিনী। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেন।১৪ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়াতে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এ বিষয়ে বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন,‘ আমরা আগামীকাল রাতেই (শনিবার) অস্ট্রেলিয়া যাচ্ছি। কোচিং স্টাফ সহ বিসিবির আটজন অফিশিয়াল এবং দলের ১৩জন খেলোয়াড় এদিন অস্ট্রেলিয়া যাবেন। তাছাড়া সাকিব তো অস্ট্রেলিয়াতেই আছে। আর তামিম ইকবাল দু-এক দিন পর অস্ট্রেলিয়া যাবে।’ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ আরো বলেন,‘ দেশের মানুষের কাছে দোয়া চাইছি। বিশ্বকাপে যেন ভালো কিছু করতে পারে আমাদের ক্রিকেটাররা।’অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য একাদশতম ক্রিকেট বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। বিশ্বকাপে ‘এ’গ্রুপে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে।