মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শখ-নিলয় জুটির বড় পর্দায় অভিষেক ২৯শে আগস্ট

35190_e7

ছোট পর্দার জনপ্রিয় জুটি শখ-নিলয়ের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ২৯শে আগস্ট। ওইদিন ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে এ জুটির প্রথম চলচ্চিত্র ‘অল্প অল্প প্রেমের গল্প’। এটি নির্মাতা সানিয়াতেরও প্রথম চলচ্চিত্র। প্রথম সপ্তাহে ছবিটি প্রায় একশ’টি হলে মুক্তি দেয়া হবে বলে জানান নির্মাতা। এই চলচ্চিত্রে নায়ক এবং নায়িকা চরিত্রে অভিনয় করেছেন নিলয় ও শখ। চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর। এই চলচ্চিত্রটির মাধ্যমে শখ-নিলয় জুটির বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে। এটি দু’জনারই দ্বিতীয় ছবি হলেও নতুন প্রজন্মের জুটি হিসেবে এটি তাদের প্রথম ছবি। এছাড়াও এ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, কাবিলা, শহিদুল আলম সাচ্চু, আন্না, হৃদি, শামীম প্রমুখ। নির্মাতা সানিয়াত বলেন, এটি আমার প্রথম চলচ্চিত্র। তাই প্রেমটা অনেক বেশি দিয়েছি কাজটা করতে গিয়ে। বলা যায়, নতুন সময়ের প্রেমের গল্প বলতে চেয়েছি আমার ছবিটিতে। প্রেমের গল্পের নতুন দিনের ছবিও বলা যায় এটাকে। আশা করছি ছবির গান, দৃশ্যপট, গল্প, পাত্রপাত্রীদের অভিনয় সবকিছুই ভাল লাগবে দর্শকদের। কেউ হতাশ হয়ে বাড়ি ফিরবেন না এটুকু বলতে পারি। উল্লেখ্য, গত ২৫শে মে চলচ্চিত্রটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। প্রযোজনা প্রতিষ্ঠান শুগার প্রডাকশনস-এর প্রথম চলচ্চিত্র এটি। ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রটি দেশের চলচ্চিত্রের বিকাশে একটি নতুন মাত্রা যোগ করবে, এমনটাই আশা নির্মাতা ও শুগার প্রডাকশনস-এর। দেশের চলচ্চিত্রের উন্নয়নে নতুনদের নিয়ে কাজ করতে প্রতিষ্ঠানটির এরকম প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বস্তুত পেশাগত মনোভাব নিয়ে দেশের চলচ্চিত্র শিল্পে নিয়মিত কাজ করে যেতে চায় প্রতিষ্ঠানটি।