রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

লোকাল বাসে দেখা হলো সালমান-মাধুরীর

Rosh

বিনোদন ডেস্ক: সালমান দীর্ঘদিন ধরে মাধুরীকে খুঁজছে। একদিন হঠাৎ তিনশ ফিট রাস্তায় একটি লোকাল বাসে ওঠে সালমান। এর কিছুক্ষণ পর একই বাসে মাধুরীকে দেখে সে। তবে লোকাল বাসে বলিউডের সালমান-মাধুরীর দেখা হয়নি। শামীম আহমেদ রনি পরিচালিত ‘ধ্যাততেরিকি’ শিরোনামের সিনেমায় এমন দৃশ্য দেখা যাবে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় সালমান চরিত্রে অভিনয় করছেন নবাগত চিত্রনায়ক রোশান ও মাধুরী চরিত্রে অভিনয় করছেন নবাগত চিত্রনায়িকা ফারিন।

এ প্রসঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি  বলেন, ‘আজ তিনশ ফিট রাস্তায় শুটিং করছি। এর আগে পুবাইলে ‘ধ্যাততেরিকি’ সিনেমার শুটিং করেছি। এক টানা এ সিনেমার শুটিং করে যাচ্ছি। এরপরে এফডিসিসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করব।

এ সিনেমায় রোশান-ফারিন ছাড়াও অভিনয় করছেন আরেফিন শুভ-নুসরাত ফারিয়া জুটি। এছাড়া রয়েছেন-সুষমা, রজতাভ দত্ত, সাদেক বাচ্চু,  শামীম হোসেন, চিকন আলী  প্রমুখ।

গত ৮ জানুয়ারি থেকে গাজীপুরে এ সিনেমার শুটিং শুরু হয়। এ সিনেমার মাধ্যমে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ফারিন। সাভারের মেয়ে ফারিন শোবিজ অঙ্গনে তেমন পরিচিত নন। র‌্যাম্প ‌মডেল হিসেবে টুকটাক কাজ করেছেন। জাজ মাল্টিমিডিয়ার তত্ত্বাবধানে কলকাতা থেকে নৃত্য ও অভিনয়ে গ্রুমিং করেছেন তিনি। অন্যদিকে অভিনেতা রোশান ‘রক্ত’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন।