সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন,বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ১৭ পয়েন্ট হয়েছে।ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৭৪৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৬৩ কোটি টাকা বেশি।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৭৮ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৪২৭ পয়েন্ট।এ বাজারে লেনদেন বেড়েছে ৪ কেটি টাকা; হাতবদল হয়েছে ৫৯ কোটি টাকার শেয়ার।বুধবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১১১টির দাম বেড়েছে; কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।গত সপ্তাহ শেষে ডিএসইতে সূচক বেড়েছিল ১৯ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ৫৫৪ কোটি টাকা। আর সিএসইতে সূচক বেড়েছিল ২৩ পয়েন্ট ও দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ৪১ কোটি টাকা