Wednesday, February 12Welcome khabarica24 Online

লিবিয়া থেকে ঢাকায় ফিরলেন ৪৩ বাংলাদেশি

image_117246.libiya firlen

লিবিয়াতে কর্মরত ৪৩ বাংলাদেশি প্রবাসী ঢাকায় ফিরেছেন। অস্থিতিশীল পরিস্থিতির কারণে লিবিয়া থেকে তার বৃহস্পতিবার ঢাকায় এসে পোঁছান। জানা গেছে, তারা সবাই লিবিয়ায় বেনগাজির হুন্দাই কম্পানিতে চাকরি করতেন।তবে ফিরে আসা বাংলাদেশিরা জানিয়েছেন, ওই কম্পানিতে ২০০ বাংলাদেশি চাকরি করতেন। বাকিরা ফেরত না এসে পালিয়ে গেছেন।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, লিবিয়ায় বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। নিরাপত্তার কথা বিবেচনা করে হুন্দাই কম্পানি ৪৩ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে।