সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

লিবিয়ায় মিসাইল হামলায় নিহত ২ বাংলাদেশী

লিবিয়ায় মিসাইল হামলায় ২ বাংলাদেশী সহোদর নিহত হয়েছেন। দেশটির বেনগাজি শহরে এ ঘটনা ঘটে। মিসাইল হামলায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশী। তাদের একজনের অবস্থা গুরুতর। গতকাল পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নিহত ২ বাংলাদেশী হলেন মিলন ও স্বপন। তারা শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আবদুল কুদ্দুস সোহেলের ছেলে। বেনগাজী শহরের সামা লিবিয়া নামক একটি মিনারেল ওয়াটার কোম্পানিতে কাজ করতেন ওই দুই ভাইসহ ৩২ বাংলাদেশী। সূত্রটি জানায়, শনিবার স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে কাজ শেষে আবাসিক ক্যাম্পের একটি কক্ষে অবস্থান করছিলেন তারা। রাতে ঘুমিয়ে পড়লে পেছনের দেয়ালে মিসাইল আঘাত হানে। এতে ঘটনাস্থলেই মিলন ও স্বপন মারা যান। এ সময় আহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কামাল ও ইব্রাহিম। ইব্রাহিমকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হলেও কামালের অবস্থা আশঙ্কাজনক। নিহত মিলন ও স্বপনের লাশ বেনগাজী মেডিকেল সেন্টারের হিমঘরে রাখা হয়েছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, ওই কোম্পানিতে মোট ৩২ জন বাংলাদেশী কর্মরত ছিলেন। মিসাইল হামলার পর বাকি কর্মীদের নিরাপদে সরিয়ে নিয়েছে কোম্পানি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দেশে পাঠাতে আমরা চেষ্টা করছি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ১০ দিনের মধ্যে লাশ বাংলাদেশে পাঠানো সম্ভব হবে।